দুয়ারের সরকার কর্মসূচিতে পনেরো দিনের মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড

বাদশা সেখ, পূর্বস্থলী :- পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বগপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারের সরকার প্রকল্পে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করে এলাকাবাসীরা। আবেদনের পনেরো দিনের মধ্যে বগপুর গ্রাম পঞ্চায়েতে এসে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে খুব খুশি আবেদনকারীরা। বগপুর গ্রাম পঞ্চায়েতের থেকে প্রায় চারশো জন মানুষের হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিলেন প্রধান সইদুল সেখ, বুলা সেখ, সরত বিশ্বাস সহ প্রশাসনিক কর্মকর্তারা।