মলয় দে, নদীয়া :- প্রায় দু’বছর আগে শান্তিপুর থানায় একটি জরুরী কাজে এসে, পরিচয় হয় থানার এক সিভিক ভলেন্টিয়ার কৌশিক বোসের সাথে। এরপর বন্ধুত্ব পরবর্তীতে পরিণত হয় প্রগাঢ় ভালোবাসায়। বছর খানেক আগে ওই যুবতীর বিয়ের প্রস্তাব নাকচ করে সেই সিভিক ভলেন্টিয়ার নানা অজুহাতে। এবার সে সম্পূর্ণ নাকচ করে সেই প্রস্তাব কারণ মায়ের পছন্দ নয়। যুবতীর প্রশ্ন তাহলে দীর্ঘ দুই বছর ধরে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক তৈরি করার আগে, মায়ের অনুমতি নেওয়া প্রয়োজন ছিলো। এখন আর পেছনের জায়গা নেই, দাবি একটাই “স্ত্রীর মর্যাদা” । গত ৮ জানুয়ারি, শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী, এস ডি পিও র সঙ্গে দেখা করে, সমস্ত প্রমাণসাপেক্ষ আবেদন রাখেন সুবিচারের। জানা যায়, ওই যুবতীকে সবরকম আইনি সহযোগিতা করবে প্রশাসন।