দীঘায় বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিল পুলিশ

দীঘায় বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিল পুলিশ

নিজস্ব সংবাদদাতা,চাকদহ: পরিবারের অনান্যদের সঙ্গে দীঘতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। দেড় বছর পর বুধবার সেই মোবাইলটা ফেরত পেলেন চাকদহ থানার চৌমাথা এলাকার বাসিন্দা। মিসিং ডায়েরি করার পর সেটা উদ্ধার করে। এদিন মোবাইলটা পুলিশ উদ্ধার করে। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা মহিলার হাতে তুলে দিয়েছেন চাকদহ থানার পুলিশ কর্মীরা।
মোবাইলটা হাতে নিয়ে তিনি বলেন, দীঘাতে বেড়াতে গিয়ে মোবাইলটা হারিয়ে গিয়েছিল।আমি তো হারিতে যাওয়া মোবাইল ফেরত পাওয়ার আশা ছেডেদিয়েছিলাম। হারিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে এসে চাকদহ থানার একটা নিখোঁজ ডায়েরি করেছিলাম। হটাত দেখি থানা থেকে ফোন করা হয়েছে। আমি প্রথমে একটু থতমত খেয়েছিলাম। তাদের কাছ থেকে শুনলাম, আমার হারিয়ে যাওয়া ফোনটা ফেরত দেওয়া হবে। মোবাইলটা ফেরত দেওয়া হবে শুনেই আনন্দ হচ্ছেল। হাতে পাওয়ার পর তো আরো আনন্দ হচ্ছে।
এদিন চাকদহ থানার পক্ষ থেকে মতো ১৩৭ জনকে মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে। বিভিন্ন কারণে তাদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। চাকদহ থানার আই সি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, এদিন ১৩৭ জনকে তাদের মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। এর আগে জুলাই মাসে ১২৭ জনের মোবাইল ফেরত দেওয়া হয়েছে। তিনি বলেন, সবাইকে বলব অনান্য জিনিসের মতো মোবাইলটাও আপনি গুরুত্ব দেবেন। মোবাইল ফোন হারিয়ে গেলে এর আই এম এফ নাম্বার সহ মিসিং ডায়েরি করবেন। এই নাম্বারটা থাকলে আমাদের খুঁজতে সুবিধা হবে