নিউস ডেস্ক, মালদা :- দিল্লির সীমান্তে কৃষকদের সমর্থনে এবং কৃষি আইন বাতিলের দাবিতে ভাদো অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করা হয়। এদিন এই মিছিলটি ভাদো স্ট্যান্ড হইতে গোটা ভাদো অঞ্চল পরিক্রমা করে। এই মিছিলে কেন্দ্র সরকারের কৃষি আইন এর বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন তৃণমূল নেতৃত্ব। এদিনের এই বিক্ষোভ মিছিলে পা মেলান মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কোবির বাজনা, ভাদু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদ আলম, টিএমসির ছাত্র নেতা শাহিদ আখতার সোহ ভাদু তৃণমূল কর্মী প্রমুখ।