দিলীপ ঘোষকে বিঁধলেন অভিষেক ব্যানার্জি

নিউস ডেস্ক, কলকাতা :- তৃণমূলের যুব নেতা অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষের মা দূর্গাকে নিয়ে মন্তব্যের তীব্র আক্রমণ করলেন তাঁর সভা থেকে। তিনি বলেন মা দুর্গাকে অসম্মান করে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, তিনি নারীদের সম্মান করেন না। মা দুর্গার প্রতি অসম্মানজনক মন্তব্যেই বোঝা যায় কেন বিজেপি শাসিত রাজ্যে মহিলারা আজও এত অত্যাচারিত এবং অপমানিত। প্রসঙ্গত দিলীপ ঘোষ বলেছিলেন, রামের চোদ্দপুরুষের ইতিহাস আমরা জানি , কিন্তু দুর্গার তেমন কিছু জানা যায় না। আর এই মন্তব্যকে হাতিয়ার করে অভিষেক ব্যানার্জী তোপ দাগলেন তাঁর সভা থেকে। তিনি বলেন, এর কারণ একটাই, বিজেপি কখনওই নারীদের সম্মান করতে শেখেনি। তাই উন্নাও, হাথরসের মতো ঘটনা ঘটে। মহিলাদের কীভাবে সম্মান করতে হয় তা ওদের শিখিয়ে দিল্লিতে পাঠাতে হবে।