শান্তনু রায় ,পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর : সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গৃহীত করলো দাঁতন-১নং ব্লক বামফ্রন্ট। সারা রাজ্যে নির্বাচক তালিকায় নাম সংযোজন, সংশোধন ও বিয়োজনের কাজ চলছে। কিন্তু বামফ্রন্ট নেতৃত্বগণ দাবি করেছেন এই নির্বাচক তালিকায় স্বচ্ছতার অভাব রয়েছে। রাজ্যের নির্বাচক তালিকায় হাজার হাজার মৃত ও ভুয়ো ভোটারের নাম রয়েছে। অবিলম্বে ভোটার লিস্ট থেকে সেই সকল মৃত ও ভুয়ো ভোটারের নাম বাদ দিয়ে সঠিক ভোটার লিস্ট প্রকাশ, সঠিক তদন্ত করে আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এই সব দাবিতে এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড রামচন্দ্র রাউল, সন্দীপ রায়, আশিষ সাউ, রাধাশ্যাম গিরি, গুণধর পাত্র, মাধব ঘোষ সহ অন্যান্য নেতৃত্বগণ।