থ্যালাসেমিয়া রোগীদের স্বার্থে রক্তদান শিবিরের আয়োজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে

অরবিন্দ মণ্ডল, রামপুরহাট : – শুধু মাত্র প্রথাগত শিক্ষাদান করেই দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না, সমাজের প্রতিও একটা দায়বদ্ধতা থেকেই যায়। আর সেই দায়বদ্ধতার তাগিদেই এবার থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সঙ্কট দূর করতে এগিয়ে এল রামপুরহাটের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এনলিভেন এ্যাকাডেমি।এমনিতেই রামপুরহাট শহরজুড়ে রক্ত সংকট চলছে। ব্লাড ব্যাঙ্কে পড়েছে রক্তের টান।

থ্যালাসেমিয়া মানুষের রক্তের চাহিদা বেশী, তাদের রক্তের ব্যবস্হা করতে নাজেহাল হতে হচ্ছে।এমন পরিস্হিতিতে রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো এনলাইভেন অ্যাকাডেমি নামে একটি ইংলিশ মিডিয়াম স্কুল।তাদের এই শিবিরে রক্তের দানে অংশগ্রহণ করে সাধারণ মানুষ থেকে স্কুলের বাচ্চাদের অভিভাবকরাও। স্কুলের প্রিন্সিপাল মহম্মদ কলিমউদ্দীন জানান মূলত থ্যালাসেমিয়া বাচ্চাদের কথা ভেবেই আজ আমাদের রক্তদান শিবির।