তৃণমূলের সমন্বয় মিছিলে ঐতিহাসিক জমায়েত, নদিয়ার কৃষ্ণনগরে

 

মলয় দে নদীয়া :- কৃষ্ণনগর যুব তৃণমূল কংগ্রেসের ডাকে সমন্বয় মিছিল এই দিনের মিছিলে দেখা পাওয়া গেল সমস্ত ধর্মের ধর্মগুরুদেরকে। বিজেপি বারবার প্রচার করছে দিদি সাথে আর বাংলার মানুষ নেই। নদীয়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা তারই জবাব দিতে ‘দিদির সাথে’ নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠ থেকে মিছিল করে , শেষ হয় জেলা পরিষদের সামনে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন ব্লক থেকে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু ও যুব তৃনমূলের সভাপতি জয়ন্ত সাহা সহ বিভিন্ন ব্লক থেকে আসা তৃণমূল কর্মীর ব্লক সভাপতিরা।