তৃণমূলের সংখ্যালঘু কর্মীদের চাঙ্গা করতে সোনামুখীতে অনুষ্ঠিত হলো সোনামুখী ব্লক সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন ।

নরেশ ভকত, বাঁকুড়াঃ একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সোনামুখী ব্লকের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কর্মীদের চাঙ্গা করতে সোনামুখীতে অনুষ্ঠিত হলো সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন । সম্মেলন থেকে দলীয় কর্মীদের একটাই বার্তা প্রদান করা হলো আগামী দিনে কিভাবে সংগঠনকে মজবুত করে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলকে আরো বেশি উজ্জীবিত করা যায় । সোনামুখী ব্লক সংখ্যালঘু সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয় । এ দিনের সম্মেলনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।

সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি লুৎফর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , আজকের সম্মেলনে দলীয় কর্মীদের একটাই বার্তা দিলাম একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোনামুখী বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং এই বার্তা নিয়ে সোনামুখী ব্লকের প্রতিটি অঞ্চলের প্রতিটি বুথে আমরা প্রচার করব ।