তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা শুরু বিভিন্ন অঞ্চলে

মালদা , ১৯ ডিসেম্বর : রতুয়া বিধানসভার ভাদো অঞ্চলে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি।গত কয়েকদিন ধরে মালদায় চলছে তৃণমূলের বঙ্গ ধ্বনি যাত্রা। শনিবার এই বঙ্গ ধনী যাত্রা চোখে পড়ে রতুয়া ভাদো অঞ্চলে।
এই বঙ্গধ্বনি যাত্রায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ফজলুল হক এবং তৃণমূল নেতা সেখ ইয়াসিন সঙ্গে ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কোভিদ বাজনা ‍প্রমুখ।

এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যাত্রা শুভ সূচনা করেন। তারপর কোথাও পদযাত্রা মাধ্যম দিয়ে কোথাও বা আবার মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ১০ বছরের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেন।