সেখ সাদ্দাম,রতুয়া :- রতুয়া ৪৮নম্বর ওয়েলফেয়ার পার্টির ডাকে কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরুদ্ধে এবং কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের সমর্থনে রতুয়ার সামসি ফ্লাইওভারের একটি বিশাল মোটর বাইক মিছিল বের করা হয়। এদিনের ওয়েলফেয়ার পার্টির বাইক মিছিল সামসী মাতিগঞ্জ থেকে শুরু হয়। পরবর্তীতে রতুয়া, পুখুরিয়া, মহারাজনগর, বাটনা পরিক্রমা করে সামসী ঘাসিরাম মোড়ে পৌঁছে শেষ হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য কমিটির সদস্য তথা ফ্রাটারনিটি মুভমেন্ট-এর রাজ্য সভাপতি আরাফাত আলি, পার্টির মালদা জেলা সভাপতি ইউসুফ আলী, জেলা সম্পাদক জানিউল ইসলাম, জেলা কোষাধ্যক্ষ ওয়ালীদ হোসেন, প্রমুখ। এ মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নীতির বিরুদ্ধে গর্জে ওঠে উলফারপার্টির কর্মীবৃন্দ।