তপশিলি উপজাতি শংসাপত্রের দাবিতে নদীয়ার কৃষ্ণনগর জেলা শাসকের অফিসে বিক্ষোভ

মলয় দে, নদীয়া, ১৮ ডিসেম্বর : ওয়েস্টবেঙ্গল সিডুল ট্রাইপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগরে জেলা শাসকের দপ্তরে সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করল অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি, দিনের-পর-দিন সরকারি বিভিন্ন দপ্তরে পৌঁছে প্রয়োজনমতো তাঁরা আদিবাসী শংসাপত্র পাচ্ছেন না। যার ফলে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এই সম্প্রদায়ভুক্ত সাধারণ মানুষজনদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরল প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদিবাসী শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করুক সরকার, মূলত এই কারণেই এই দিনের বিক্ষোভ ডেপুটেশন বলে জানিয়েছেন সিডুল ট্রাইপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্যরা। অবিলম্বে তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন বলে এইদিন জানিয়েছেন বিক্ষোভকারীরা।পাশাপাশি বিক্ষোভকারীদের পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরে লিখিত আকারে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় বলেও জানা গিয়েছে।