অরবিন্দ মন্ডল, রামপুরহাট :- রামপুরহাটে গতকাল শুভ উদ্বোধন হল শ্রমিক মেলার ।সেই শ্রমিক মেলার সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ । তাদের দাবি সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে শ্রমিক মেলা কার স্বার্থে করা হচ্ছে রাজ্য সরকারকে সেই প্রশ্ন করা হয়েছে। সংগঠনের জেলা সভাপতি মতিউর রহমান জানান সরকার শ্রমিক কল্যাণ তহবিলের টাকা ট্রেজারি একাউন্টে ট্রান্সফার করেছে যার পরিমাণ প্রায় এক হাজার ছশো কুড়ি কোটি টাকা, সেই টাকা সরকারকে শ্রমিক কল্যাণ তহবিলের সুদ সহ ফেরত দিতে হবে। রাজ্য সরকার যে মেলা অনুষ্ঠিত করছে সেই টাকাও এই তহবিল থেকে খরচা করা হচ্ছে, যেগুলি শ্রমিকের টাকা। রাজ্য সরকারের এই মেলাকে বয়কট করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং রাজ্য সরকারকেও ধিক্কার জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।