টীকা কর্মীরা কোভিদ পরিস্থিতিতে ফিরছেন বাড়িতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ ব্যাহত

করোনা আবহে বিলম্বিত হলো জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। রানাঘাটে জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে ব্রিজের জন্য সয়েল টেস্ট করছেন একদল ঠিকাকর্মী। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে তারা যথেষ্ট আতঙ্কিত। আতঙ্কিত তাদের পরিবার-পরিজনরাও এই অবস্থায় এই সমস্ত শ্রমিকরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন । সাত দিন অথবা 15 দিন পরে তারা হয়তো আবার কাজে যোগ দেবেন। কিন্তু করোনা আতঙ্ক ঠিকা শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বেড়েই চলেছে।