নরেশ ভকত, বাঁকুড়াঃ আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে D. Y. F. I. এর জয়পুর লোকাল কমিটির ও রাউতখন্ড অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হলো রক্ত দান শিবির। এই শিবির শুরু হয় বেলা ১১ টা নাগাদ রাউতখন্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। রক্তদান শিবিরে নেতা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই রক্ত দান শিবির এর উল্লেখযোগ্য বিষয় হলো মহিলাদের অংশ গ্রহণ। সকলের স্বতঃস্পুষ্ট যোগদানে যেন রক্তদান শিবির মেলায় পরিণত হয় । বিষ্ণুপুর ব্লাড ব্যাংক এর কর্মাকর্তারা রক্ত সংগ্রহ করেন। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা সি পি আই এম নেতা ও লোকাল কমিটির নেতৃত্বরা।