জয়পুরে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নব নিযুক্ত সভাপতিকে সংবর্ধনা।

নরেশ ভকত, বাকুড়াঃ আজ বাঁকুড়া জেলার জয়পুর বিজেপি জয়পুর মন্ডল- ১ এর কার্যালয়ে বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি সুজিত আগস্থি সংবর্ধনা দেওয়া হলো যুব মোর্চার পক্ষ থেকে।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।জেলা সভাপতিকে সংবর্ধনা দেন যুব মোর্চার দুই কান্ডারী সন্দ্বীপ সন্নিগ্রহী ও প্রসেনজিৎ খাঁ। সুজিতবাবু জয়পুর মণ্ডল ১ এর যুব মোর্চার এই উদ্যোগ কে স্বাগত জানান ও তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।