মলয় দে , নদীয়া :-কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির প্রাক্কালে অঞ্চল সভাপতি এবং প্রমুখদের নিয়ে বৈঠক সংঘটিত হলো বিজেপির রানাঘাট দক্ষিণ নদিয়া জেলা কমিটির কার্যালয়ে। আজ দুপুরে নদিয়া দক্ষিণ কিষান মোর্চার কার্যালয়ে নদিয়া দক্ষিণের সভাপতি অশোক বিশ্বাস, অঞ্চল সভাপতি এবং শক্তি প্রমুখদের নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কৃষক সুরক্ষা অভিযানের একটি করে প্রচার ব্যাগ তুলে দেন। আগামীকাল কেন্দ্রীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করবেন। তার প্রাক্কালে নদীয়া রানাঘাট দক্ষিণ জেলায় কর্মীদের হাতে তুলে দেওয়া হল কৃষক সুরক্ষা অভিযানের প্রচারপত্রের ব্যাগ।আগামীকাল থেকে গোটা রাজ্যের পাশাপাশি নদীয়ার দক্ষিণ জেলাতেও কৃষকদের বাড়ি বাড়ি এই কৃষক সুরক্ষা অভিযান প্রচারপত্র পৌঁছে দেওয়া হবে বলে নদিয়া দক্ষিণে কিষান মোর্চার সভাপতি অশোক বিশ্বাস জানান।