মহম্মদ নাজিম আক্তার,মালদা, ১৭ ডিসেম্বর : মালদহের বামনগোলা ব্লকে শুরু হয়েছে ২০ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট।বুধবার জগদল্লা অঞ্চলের রামপুর ফুটবল মাঠে ব্লক এলাকার দশটি দল ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়।মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি চুনিয়া মুর্মু উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট চলবে তিনদিন।বৃহস্পতিবার দিনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বামনগোলা ব্লকের জিএম পুর অঞ্চলের কাটাবাড়ি ফুটবল মাঠে।সেখানেও দশটি দল নক আউট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করেছে।এদিন প্রথমে পেচাডাঙ্গা আদিবাসি ক্লাব ও মদনাবতী আদিবাসী ক্লাব মুখোমুখি হয়েছে।
সেখানে উপস্থিত ছিলেন,বামোনগলা ব্লক যুব সভাপতি সমীর কর্মকার,সহ সভাপতি সুজিত মন্ডল,বামোনগলা ব্লক আদিবাসী তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি সুষেন সরেন,পঞ্চায়েত সদস্য নগেন মুর্মু, অঞ্চল নেতৃত্ব মিনারুল সরকার সহ স্থানীয় ক্রীড়া প্রেমীগন।চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ নগদ অর্থে পুরস্কৃত করা হবে।এছাড়াও ব্লক এলাকার রেজিস্টার ক্লাবগুলি টুর্নামেন্টে অংশগ্রহন করেছে এন্ট্রি-ফি ছাড়াই।এবং প্রত্যেক দলকে জার্সি দেওয়া হচ্ছে।আদিবাসী তৃণমূলে উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট চলবে তিনদিন ধরে।২৩ শে ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বামনগোলা হাইস্কুল মাঠে বলে জানিয়েছেন উদ্যোক্তা চুনিয়া মুর্মু।