রাজ্য আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেঙ্গল ওয়েদার রিপোর্ট অনুযায়ী জানা যায়
নিম্নচাপের বর্তমান পরিস্থিতি:- এইমুহূর্তে নিম্নচাপটির কেন্দ্র পূর্বমধ্য এবং সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে (১৬.১°উঃ, ৮৯.৪°পূঃ) অবস্থান করছে যা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে ৬৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে। এখন এটির বায়ুচাপ ১০০৬ মিলিবার এবং ঝড়ের গড় গতি রয়েছে ২২ – ২৭ কিমি/ঘন্টা যা নিম্নচাপটির দক্ষিণপূর্ব দিকে সর্বোচ্চ ৫২ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি আগামী ৩ – ৬ ঘন্টার মধ্যে যেকোনো সময় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং তারপর আগামীকাল সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এইমুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে ঝঞ্ঝাটি সর্বোচ্চ অতিপ্রবল/অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়রূপে (VSCS/ESCS) ২৬শে মে উড়িষ্যার চাঁদিপুর থেকে পশ্চিমবঙ্গের হলদিয়ার মধ্যবর্তী যেকোনো অঞ্চল দিয়ে স্থলে প্রবেশ করতে পারে, অর্থাৎ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা।
জেলাভিত্তিক ঝঞ্ঝার প্রভাব পরার সময়……
●২৩শে মে রাত – ২৪শে মে সকালের মধ্যে:- পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনসহ বেশিরভাগ অঞ্চলে।
●২৪মে সকাল থেকে দুপুরের মধ্যে:- পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার বাকি অঞ্চলে, সমগ্র উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলী, কলকাতা জেলায়, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় সমস্ত অঞ্চলে এবং নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার বেশকিছু অঞ্চলে।
●২৪মে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে:- নদীয়া, পূর্ব বর্ধমান জেলার অবশিষ্ট অঞ্চলে, সমগ্র বাঁকুড়া জেলায় এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ অঞ্চলে।
●২৪মে সন্ধ্যা – ২৫শে মে সকালের মধ্যে:- পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার অবশিষ্ট অংশে, সমগ্র মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অঞ্চলে।
●২৫শে মে সকাল থেকে দুপুরের মধ্যে:- উত্তর দিনাজপুর জেলার বাকি অংশে এবং সমগ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায়।
উল্লিখিত জেলাগুলিতে উল্লিখিত সময়ে নিম্নচাপের (যা তখনকার সময়ে ঘূর্ণিঝড়) মেঘ প্রবেশ করতে শুরু করবে সাথে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। তবে এই ঝঞ্ঝার দরুন ঝড় দক্ষিনবঙ্গের বেশিরভাগ জেলায় শুরু হবে ২৪শে মে রাত থেকে ২৫শে মে সকালের মধ্যে এবং তা প্রথমে ৪০ – ৬০ কিমি/ঘন্টা বেগে বইতে পারে যা পরে (২৫শে মে রাত থেকে) ৬০ – ১০০ কিমি/ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টি (৬৪ – ২৪৪ মি.মি) এবং কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিও (২৪৪ মি.মির বেশি) হতে পারে।