নিউস ডেস্ক, রাজ্য, ১৭ ডিসেম্বর : জুয়ার ঠেক বন্ধ করতে পুলিশি অভিযান চালানো হলো পুরাতন মালদার বিভিন্ন এলাকায়, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে।
পুরাতন মালদার একাধিক জায়গায় চলল পুলিশি অভিযান।পুলিশের কাছে অভিযোগ ছিল পুরাতন মালদায় বেশ অনেক দিন চলছে জুয়ার কারবার। আজ মালদা থানার উদ্যোগে এই অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ । অভিযান চলে বেশ কিছু জায়গায় যেমন নবাবগঞ্জ ,মোলপুর বাচামারি, সাহাপুর সহ একাধিক এলাকায় । আজ তাদেরকে মালদা জেলা আদালতে পাঠানো হয় ।