মলয় দে নদীয়া :- ডিএম এসডিও বিডিও-র মত সরকারি দপ্তরে এবং জিওর কলকাতার সদরদপ্তরে অল ব্রডব্যান্ড ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একমাস আগেই ডেপুটেশন দেওয়া হয়েছিলো অনিয়ন্ত্রিত বাজার দখলের অভিযোগে। স্থানীয় স্তরে বিভিন্ন সমস্যার কথা লেখা ছিলো সেই ডেপুটেশনে। কলকাতার জিওর দপ্তর থেকে, বলা হয়েছিলো আলোচনা করে তবেই কাজে হাত লাগানো হবে। অথচ নিয়মিত জিও ফাইবার অপটিক্যাল তার বিস্তার, লোভনীয় বিভিন্ন প্রতিশ্রুতি প্রচার রম রম করে চলছে বেশিরভাগ শহরেরই । দীর্ঘ করোনা পরিস্থিতি পার হওয়ার পর কাজ হারানোর পথে লক্ষ লক্ষ ক্যেবল অপারেটর।এ রকমই শতাধিক ক্যাবল অপারেটর নদীয়ার শান্তিপুর শহরের নিশ্চিন্তপুরে আজ দুপুর বারোটা নাগাদ কাজ স্থগিত রাখার অনুরোধ করেন।
জিও সংস্থার পক্ষ থেকেও প্রায় কুড়ি জন উপস্থিত থাকলেও, কোন রকম অপ্রীতিকর ঘটনা শোনা যায়নি। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তারা। অল ব্রডব্যান্ড ক্যেবল অপারেটর অ্যাসোসিয়েশনের শান্তিপুর শাখার পক্ষ থেকে মলয় সাহা জানান সংগঠনের জেলা এবং রাজ্য স্তরের নেতৃবৃন্দ অনুমতিক্রমেই আজকের এই বিক্ষোভ, না মিটলে আমরা অনশনে যেতেও রাজি। তবে শুধু শান্তিপুর নয়, কৃষ্ণনগর, চাকদহ মধ্যমগ্রাম, খিদিরপুর এ ধরনের বিভিন্ন বিক্ষোভ সংঘটিত হওয়ার পর আলোচনার মধ্য দিয়ে সমাধানের ইঙ্গিত বেরিয়ে এসেছে। আমরা আশাবাদী আগামীতে নিশ্চয়ই সুফল মিলবে।কিছুক্ষণ বাদে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষের কথা শুনে, আইনি সাহায্য নিয়ে আলোচনায় বসার নির্দেশ দেন।