মলয় দে, নদীয়া :- এই প্রথম রানাঘাট শ্মশান এর ইলেট্রিক চুল্লি বন্ধ রাখা হলো আজ। সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত কোনো মৃতদেহ সৎকার করতে দেওয়া হয়নি বৈদ্যুতিক চুল্লিতে ।
৩৪ নম্বর জাতীয় সড়কে সম্প্রসারণ এর জন্য রাস্তার ধারে দোকানপাট ,বাড়িঘর ভাঙা চলছে, রাস্তার পাশ দিয়ে এবং আসে পাশে রয়েছে ইলেট্রিক হাইটেনশন ইলেকট্রিক তার । তাই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে সম্পূর্ণভাবে ।জোর কদমে চলছে ভাঙার কাজ ।তাই হাই টেনশন বিদ্যুৎ সহ এলাকা খালি করে সকাল থেকে কাজ করা হয়েছে। জাতীয় সড়কে গাড়ি চলছে নিয়ত্রন রেখে আস্তে আস্তে । শ্মশানে কাঠের পড়ানোর ব্যবস্থা বহাল ছিল বলেই জানা যায়, যদিও বেশ কিছু মৃতদেহ পাশের শান্তিপুর মহাশ্মশানে নিয়ে আসার ব্যবস্থা করে পরিবারবর্গের পক্ষ থেকে।