জাতীয় সংগীত পরিবর্তনের বিরুদ্ধে বীরভূম জেলা কংগ্রেসের প্রতিবাদ

অরবিন্দ মন্ডল, রামপুরহাট:- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত পরিবর্তনের ডাক দিয়েছেন বিজেপি নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। গত পয়লা ডিসেম্বর রবীন্দ্রনাথের জাতীয় সংগীত পরিবর্তনের পরামর্শ দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। তারই প্রতিবাদে বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে রামপুরহাটের হাসান বিধানসভার বিধায়ক মিল্টন রশিদ এক মিছিল বের করে রামপুরহাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা করেন এবং জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বভারতী শান্তিনিকেতন আসছেন অথচ কেন্দ্রের তরফ থেকেই ভারতবর্ষের জাতীয় সংগীত পরিবর্তন করা হচ্ছে। বীরভূম জেলার কংগ্রেসের সভাপতি তথা হাসান কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ আরো জানান আজকের এই মিছিল এর মূল উদ্দেশ্য রবীন্দ্রনাথের জায়গায় এসে অমিত শাহ যেন এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন ।তারই প্রতিবাদে মিছিল।