মলয় দে, নদীয়া :- গঙ্গা ভাঙ্গন অব্যাহত যার জেরে গ্রামে ঢোকার একমাত্র রাস্তা চলে যেতে বসেছে প্রায় গঙ্গাবক্ষে। ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌধুরী পাড়া এলাকায়। গত চার মাসে দুবার একই জায়গায় ভেঙেছে গঙ্গা। জেলা শাসক ও জেলা সভাধিপতি গঙ্গা ভাঙ্গন এলাকা পরিদর্শন করে যাওয়ার পর ১৩ কোটি টাকা মঞ্জুর হয়েছে বলেই জানে এলাকাবাসী। কিন্তু স্থানীয় পঞ্চায়েত অফিসে ভাঙ্গন মেরামতির কাজ কবে থেকে শুরু হবে জানতে গেলে, সদুত্তর পাওয়া যায়নি বলেই দাবি করেন তারা। আগে বিঘের পর বিঘে চাষের জমি হারিয়েছেন তারা, বর্তমানে গ্রামের ঢোকার প্রধান রাস্তা তলিয়ে যেতে বসেছে, এরপর ভিটেমাটি টুকুও থাকবে না বলে আশঙ্কা করছে এলাকাবাসী। কিন্তু কাজ কবে শুরু হবে তা সঠিক করে জানা যায়নি।