নিউস ডেস্ক, রাজ্য :- মুর্শিদাবাদের সামসেরগঞ্জে চায়ে পে চর্চা কর্মসূচিতে সামিল হলেন কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ, দুগ্ধ ও মৎস দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সঞ্জীব কুমার বালিয়ান। মঙ্গলবার সকালে আকুরা মোড় এলাকায় চায়ে পে চর্চায় সামিল হওয়ার পর তিনি সুতির উদ্দেশ্যে রওয়ানা দেন।এসময় উপস্থিত ছিলেন চার নম্বর মন্ডল সভাপতি সর্বস্বর দাস, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
রাজ্য সরকারের সমালোচনা করে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে ক্ষমতায় আসবে বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।তিনি আরো দাবি করেন কেন্দ্র সরকারের যেসব প্রকল্প বাংলার মানুষ তা থেকে বঞ্চিত হচ্ছেন তাই বাংলার মানুষের কাছে এবারে সামনে বিধানসভা ভোটে বিজেপিকে ক্ষমতা দিন।