নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়ার পাত্রসায়রে রাজ্য বিজেপির বি জে মে টি উ এর সভাপতি এবং কেন্দ্রীয় কিষান মোর্চার এক্সিকিউটিভ মেম্বার বাবান ঘোষ চায় পে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী দুটো কেন্দ্রে কেন সংবিধানে যদি নিয়ম থাকে উনি ২৯৪ টা কেন্দ্রে দাঁড়ান না কারণ উনি নিজেই জানে না কোথা থেকে উনি জিতবেন । শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন শুভেন্দু অধিকারী যদি কোন ফ্যাক্টর না হন উনি যদি মীরজাফর হন তাহলে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে দাঁড়ানোর কি আছে তাহলে উনি ভবানীপুরে দাঁড়াতে পারেন ।
সোমবার সকালে বাঁকুড়া জেলার পাত্রসায়রে দলীয় কর্মীদের সঙ্গে তিনি চায় পে চর্চায় যোগ দেন এবং দাসপুর গ্রামে দুর্গা মন্দিরে পুজো দেন । পরে মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দলীয় কর্মসূচির শুভ সুচনা করেন তিনি । কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।