চাকদায় চায় – পে চর্চায় বিজেপি নেতা ভাস্কর ঘোষ

মলয় দে, নদীয়া :- ভারতীয় জনতা যুব মোর্চার নদিয়া দক্ষিণ জেলা সভাপতি ভাস্কর ঘোষ বুধবার সকাল সকাল চায় – পে চর্চায় উপস্থিত হতে দেখা গেল চাকদহ সুটরা বাজারে। সেখানে তিনি চাষী ভাই ও যুব সম্প্রদায়ের মধ্যে বিজেপির চিন্তাধারা ও তৃণমূল কংগ্রেসের সরকারের যে পরিবর্তন আসন্ন সেই বার্তাই দেন।