চাঁচলের নুরগঞ্জে মুঘল আমলের উরস পালন

মহম্মদ নাজিম আক্তার, চাঁচল: মুঘল আমলের উরষ শুরু হল মালদহের চাঁচলের নুরগঞ্জে।রবিবার উরসকে কেন্দ্র করে গোটা নুরগঞ্জ গ্রাম উৎসব মুখরিত হয়ে ওঠে।দুশো বছরেরও বেশী সময় ধরে সৈয়দ নুরুল হোদা চিস্তির স্মৃতিতে বাংলা পৌষ মাসের এগারো তারিখে উরস পালন করা হয়।গ্রামবাসীর উদ‍্যোগে এই উরস উপলক্ষ্যে চলে নৈশ কাওয়ালি অনুষ্ঠানও।এদিন বিকলে ভক্তরা ডালা মাথায় নিয়ে শোভাযাত্রা করে পৌঁছে সমাধিতে চাদর চড়ায়।এবং মোনাজাত শেষে সিন্নি বিতরণ করা হয়।এছাড়াও ওই অবস্থানে আরোও আটজন পীরের সমাধি ছিল।তবে বর্তমানে সেগুলি নিশ্চিহ্ন রয়েছে।স্থানীয় সূত্র জানা যায়,প্রায় দুশো বছর আগে পশ্চিমী দেশ থেকে একাধিক পীরের আগমন ঘটেছিল মালদহের চাঁচলে।কেউ কলিগ্রাম, নুরগঞ্জ ও আলিগঞ্জ সহ বিস্তীর্ন এলাকায় বসবাস শুরূ করে।তাদের মধ‍্যেই একজন সৈয়দ নুরুল হোদা চিস্তি।তবে তাঁর উত্তাধিকারীদের খোঁজ মিলেনি গ্রামে।গ্রামবাসী সাইনুর আলম জানালেন, পূর্বপুরূষদের রীতি মেনে আজও স্মৃতি বিজড়তি পীরের উরস পালন করে আসছি।তবে এবার করোনার কারনে বহিরাগত ভক্তদের দেখা যায়নি।জনাকয়েকের দেখা মিলেছে পীরের মাজারে।সবাই মানত করতেই আসে এখানে।