গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ বাপের বাড়ির

মলয় দে, নদীয়া :- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে একাধিক অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনের মৃত গৃহবধূর শ্বশুরবাড়ি বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া পাড়া বাগানপাড়া এলাকার। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা জানান ওই গৃহবধূ নমিতা দাস, বয়স ৪২ বছর, তার একটি কন্যা সন্তান আছে।

দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে ওই গৃহবধূর সাথে অশান্তি হতো মাঝেমধ্যেই। এছাড়াও মৃত গৃহবধূর পরিবারের লোকজনের সাথে কোনরকম যোগাযোগ করতে দিতেন না তার স্বামী। গতকাল রাত্রিকালীন হঠাৎই গৃহবধূর বাবার বাড়িতে ফোন যায় ওই গৃহবধূ নমিতা দাস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বাপের বাড়ির লোকজন তড়িঘড়ি ছুটে আসে, ও ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেখতে যায় সেখানেও মৃত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের কোন দেখা নেই। মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজনেরা অভিযোগ করেন, নমিতা দাস নিজে থেকে আত্মহত্যা করেনি তাকে মেরে ফেলা হয়েছে। এই মর্মে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর পরিবারের লোক জনেরা।

আজ মৃতদেহটি শান্তিপুর থানার পুলিশ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু শান্তিপুর থানাতেও ওই মৃত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনদের কোনরকম দেখা মেলেনি। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজনের মধ্যে। তাদের অভিযোগ, পুলিশের এর সঠিক তদন্ত করুক আর যারা দোষী তারা যেন শাস্তি পায়।