গয়েশপুরের তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর

নদীয়া জেলার গয়েশপুরে তৃনমূল কংগ্রেসের পতাকা পোড়ানো কে কেন্দ্র করে উত্তেজনা, চলছে রাজনৈতিক চাপানউতর। এর আগেও তৃণমূলের ব্যানারে গোবর লাগিয়ে দেওয়ার, অভিযোগ উঠেছিলো বিজেপির বিরুদ্ধে। এবারেও
ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার গয়েশপুর পৌর ৭নং ওয়ার্ডে, তৃনমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির দিকে, যদিও বিজেপির পক্ষথেকে অভিযোগ অস্বীকার করেছে, গয়েশপুর বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল বলেন এই কাজ আমরা করতে পারি না, আমরা যে কোন রাজনৈতিক দলের পতাকা কে সম্মান করি।
এদিকে তৃনমূল কংগ্রেসের নেতা মানিক পাল সরাসরি বিজেপির দিকে আঙ্গুল তুলেছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে,
খবর পেয়ে কল্যানী থানার পুলিশ অধিকারীরা আসে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবে বলেই জানা যায়।
ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ তটোই বৃদ্ধি পাচ্ছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।