নদীয়ার হাঁসখালি থানার অন্তর্গত বেনালী গ্রামের বাসিন্দা সুশান্ত রায় উত্তম ঘোষ কে গুরুতর আহত অবস্থায় প্রথমে শক্তিনগর হাসপাতাল সেখান থেকে কলকাতা নিয়ে যান এলাকাবাসী। পথে যাওয়ার সময় মৃত্যু হয় সুশান্ত রায়ের। এলাকার একাংশের দাবি, বোম ব বাঁধতে গিয়েই ঘটে গেছে দুর্ঘটনা , পরিবারের অবশ্য দাবি তারা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়, কৃষিকার্য করা সাধারণ মানুষ আমরা, গতকাল হঠাৎই কে বা কারা আমাদের বাড়িতে বোমা মারে। কে বা কারা বোম মেরেছে তা তদন্ত করা হোক। প্রশাসনিক সূত্রে অবশ্য স্পষ্ট কোনো সদুত্তর মেলেনি এখনো। পুলিশি তদন্ত চলছে জোড় কদমে।