কোর্টের আইন অমান্য করে অবৈধ নির্মাণের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা, মালদা:  কোর্টের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জবরদখল করে পি ডব্লিউ ডি’র জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মালিকা বেওয়া ও তার দুই ছেলে আব্দুল খালেক ও মিঠুন আলি এবং মঞ্জুরা বিবি ও তার স্বামী হাসিমুদ্দিন সহ ৪২ জনের নামে।

কোর্টের আইন অমান্য করে রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে ইতিমধ্যে সেখানে কংক্রিকেট পিলার তৈরি করে ইটের গাঁথনি শুরু করেছে বলে অভিযোগ।জানা যায় কুশিদাগামী রাজ্য সড়কের পশ্চিমধারে ১৭ শতক পি ডব্লিউ ডি খাস জমির মধ্যে, ১১ শতক জমিতে প্রায় ৭০ বছর ধরে বসবাস করে আসছে তফজল সেখ ও তার তিন ছেলের পরিবার।হঠাৎ করে মালেকা ও তার ছেলেরা নিজেদের রায়ত জমি বলে দখল করতে শুরু করে। দুই পক্ষের মধ্যে চরম বিবাদ শুরু হয়। মামলা চাঁচল কোর্ট পর্যন্ত পৌঁছায়। ইতিমধ্যে মালিকা ও তার ছেলেরা নকল দলিল ও কাগজপত্র বানিয়ে ওই এলাকার বাসিন্দা মঞ্জুরা বিবির কাছে জমি বিক্রি করে দেয় বলে অভিযোগ।

তফজল সেখ জানান ৭০ বছর ধরে ওই খাস জমিতে তারা বসবাস করে আসছে।আজ তারা নকল কাগজপত্র বানিয়ে গায়ের জোরে জমি দখল করে বিক্রি করে দিয়েছে।এই নিয়ে কোর্টে মামলা করা হয়েছে। কোর্ট নোটিশ পাঠিয়ে মাটি ভরাট করার কাজ বন্ধ রাখতে বললেও, তারা আইনকে অন্যান্য করে স্থানীয় কয়েকজন তৃনমূল কংগ্রেস নেতার মদতে অবৈধভাবে মাটি ভরাট ও প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাসের ২ তারিখে কোর্টে উভয়পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠালেও তারা আইন অমান্য করে মাটি ভরাট ও প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে।অপরদিকে হাসিমুদ্দিন জানান আসল কাগজপত্র দেখেই মালিকার ছেলে আব্দুল খালেকের কাছ থেকে সাড়ে চার শতক জমি কিনে মাটি ভরাট করে নির্মাণ কাজ করছে।আব্দুল খালেক জানান তাদের নিজস্ব রায়তি জমি বিক্রি করেছে ।পি ডব্লিউ ডি খাস জমি বলতে এখানে কোনো জমি নেই। তাদের কাছে জমির দলিল ও রয়েছে বলে দাবি । তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ জানান অভিযোগ পেয়েছে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখবেন।