কোভিড পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দিলো জেলা বামফ্রন্ট নেতৃত্ব

কোভিড পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দিলো জেলা বামফ্রন্ট নেতৃত্ব। শুক্রবার সকালে করোণা স্বাস্থ্যবিধি মেনে কয়েকজন প্রতিনিধি জেলা শাসকের কাছে উপস্থিত হয়ে এই দাবি সনদ তুলে দেন। জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক কৌশিক মিশ্র জানান, করোণা পরিস্থিতিতে রক্ত নিয়ে কালোবাজারি চলছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। টিকাকরন পদ্ধতি সরলীকরণ করতে হবে, করোণা পরিস্থিতিতে কিছু ব্যবসায়ী প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে কালোবাজারি শুরু করেছে।

এই সমস্ত দাবি-দাওয়া নিয়ে এদিন তারা জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে কোভিড পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সম্পর্কিত এই বিষয় গুলি খতিয়ে দেখা হবে বলে।