কোতুলপুর বিধানসভার জোর কদমে নির্বাচনী প্রচার

কোতুলপুর বিধানসভার জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন জোট সঙ্গী কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা। চাতড়া মোড় থেকে গেলিয়া মোড় পর্যন্ত তারা এক রেলি করেন। এবং রাস্তার দুই ধারের দোকানে গিয়ে তিনি দোকানদার করজোড়ে সম্মান জানান। ও তাদের হাত চিহ্নে ভোট দিয়ে জাতীয় কংগ্রেসকে জয় যুক্ত করার আহ্বান জানান।