কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী মহাদেব সরকার

আজ 11/04/2021 রবিবাসরীয় প্রচারে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী মহাদেব সরকার Z. P-26 এর অন্তর্গত গ্রাম বেলপুকুর গ্রাম পঞ্চায়েতে চৌগাছাতে জনসংযোগ সম্পর্ক অভিযান শুরু করেন চা পেয়েচচা দিয়ে ।