কৃষ্ণনগরে পিচ রাস্তার উপর ঢালাই রাস্তা করায় পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

মলয় দে নদীয়া :- পৌরসভার গাফিলতি ও মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল কৃষ্ণনগর পৌরসভার বিরুদ্ধে। ঘটনাটি কৃষ্ণনগর চৌরাস্তা মোরে তিরিশ বছরের পিচের রাস্তা ঢালাই রাস্তাতে পরিণত করার অভিযোগ পৌরসভার বিরুদ্ধে।পিচের রাস্তার উপর ঢালাই রাস্তা তৈরি করার প্রতিবাদে বিক্ষোভে এলাকাবাসীর দাবী পিচের রাস্তার উপর পিচের রাস্তা তৈরি হবে, সেখানে কেন পিচের রাস্তার উপর ঢালাই রাস্তা হবে।যদি পিচের রাস্তার উপর ঢালাই রাস্তা তৈরি হয় তাতে সমস্যা দেখা দেবে গোটা এলাকার মানুষের। প্রতিনিয়ত অত্যাধিক যানবাহনের চাপ থাকে এই রাস্তায়। কিছুদিন পরেই আরো বেশি সমস্যায় পড়তে হবে প্রত্যেকে। এলাকার মানুষের দাবি পিচের রাস্তা পিচের রাস্তায় করতে হবে। মানুষের বিক্ষোভ দেখে অবশেষে রাস্তার কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল পৌরসভা।