কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জমিয়াতে উলেমা হিন্দের সভা বহরমপুরে

রাজ্য ডেস্ক, বহরমপুর : – বহরমপুর টেক্সটাইল মোড়ে জমিয়তে উলামা হিন্দ একটি সভা করেলন আজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত করেন উলামায়ে হিন্দের সদস্যরা। সিদ্দিকুল্লা চৌধুরী জানান কোনমতেই এ আইন লাগু হতে দেওয়া যাবে না যেখানে নিজে বলেন কৃষক ঘরের সন্তান যে কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ফসল চাষ করেন অথচ কেন্দ্র সরকার সেই কৃষকের আসলে সঠিক মূল্য দিচ্ছে না।মিম প্রসঙ্গে তিনি বলেন যার জন্ম হয়নি তার কথা বলে কোন লাভ নাই মুর্শিদাবাদে মানুষ তাদের ঝাঁটা মেরে তাড়াবে।শুভেন্দু অধিকারীর নাম না করে মীরজাফর বলে কটাক্ষ করেন এবং জেপি নাড্ডা চাল প্রসঙ্গে তিনি নাটক করছেন বলে জানান । কোনমতেই সাম্প্রদায়িক দল বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবেনা।