কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না শুরু করল বাংলা সংস্কৃতি মঞ্চ

হাবিব তানভীর, রামপুরহাট : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রামপুরহাট পাঁচমাথা মোড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্না শুরু করল বাংলা সংস্কৃতি মঞ্চ। গত ৬ জানুয়ারি এই ধর্না শুরু হয় । কৃষি আইনের বিরোধিতায় গোটা দেশ সরব । উত্তর ভারত সিঙ্ঘু সীমানায় ৪৫ দিন আন্দোলনরত কৃষকরা । কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় তাঁরা । ৯দফা আলোচনার পরও কৃষক এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোনও মধ্যস্থতা হয়নি । হাড় হিম করা ঠান্ডায় হাজার হাজার কৃষক দিনরাত রাস্তায় । এই আন্দোলনে এখনও পর্যন্ত প্রায় ৬০কৃষকের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতা করেছেন । এবার বাংলা সংস্কৃতির মঞ্চের তরফ থেকেও এই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না শুরু হল রামপুরহাট পাঁচ মাথা মোড়ে ।

বাংলা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে জানা যায়, প্রতিদিনই বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আসছেন এই ধর্না মঞ্চে । গান, কবিতা আবৃত্তির মাধ্যমে চলছে প্রতিবাদ । সন্ধ্যা হতেই মঞ্চে শুরু হচ্ছে নাটক । বাংলা সংস্কৃতি মঞ্চ আজকে ট্রাক্টর রেলি শুরু করলো বাংলা যা সারা রামপুরহাট শহর পরিক্রমা করে সংস্কৃতি মঞ্চের আজকের মিছিলে উপস্থিত ছিলেন আন্তজাতিক খ্যাতি সম্পন্ন লেখিকা শ্রীমতি জয়া মিত্র, চলচ্চিত্র পরিচালক অনিকেত চ্যাটার্জী ও কলকাতা থেকে বিভিন্ন গণ নাট্য কর্মীও বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি সামিরুল ইসলাম, জেলা সম্পাদক বদিউজ্জামান, জেলা সভাপতি রাজকুমার ফুলমালি।