কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ হাসনাবাদ তৃণমূল কংগ্রেসের

নিউস ডেস্ক, হাসনাবাদ :- কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হলো হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুরারীশাহ চৌমাথা থেকে সিরাজপুর পর্যন্ত বাইক র‍্যালি ও পদমিছিল করা হয়।

পদমিছিল থেকে কেন্দ্রীয় কৃষি আইন সহ এনারসি বিরুদ্ধেও প্রতিবাদ করা হয়। প্রতিবাদসভা থেকে বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লা রনি কেন্দ্রীয় কৃষি আইনকে কৃষকদের সাথে প্রতরণা করার চক্রান্ত বলে দাবী করেন। একইভাবে হাসনাবাদ ব্লক সভাপতি এসকেন্দার গাজী বলেন, কেন্দ্রীয় সরকার কৃষি আইনের দ্বারা শিল্পপতিদের হাত শক্ত করছে।