শান্তনু রায়, পশ্চিম মেদিনীপুর ঃ- পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের খুড়শি পঞ্চায়েতের চেঙ্গাতে কৃষক সুরক্ষা সভার আয়োজন করলো বিজেপি । এই সভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত দাস সহ অন্যানরা নেতৃত্বরা। শুক্রবার নারায়ণগড় উত্তর মণ্ডলের চেঙ্গাতে কৃষক সুরক্ষা সভার আগে,এলাকার তিনটি কৃষক পরিবারের সঙ্গে দেখা করেন এবং মুষ্ঠি চাল ভিক্ষা নেন। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্পের কথা তুলে ধরেন। যা থেকে কৃষকেরা এ রাজ্যে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তোলেন। হাসপাতালে গেলে চিকিৎসার ভালো ব্যবস্থা নেই এ রাজ্যে। রাজ্যে কোনও উন্নয়ন হয়নি। মুখ্যমন্ত্রীর নাম না করে কটাক্ষ করে বলেন,”তিনি শুধু মিথ্যে কথা বলেন। মিথ্যা কথা বলা অভ্যেস হয়ে গেছে। দিদিকে দেখা হয়ে গেছে, এবার মোদীকে দেখতে চায় মানুষ”। তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের আমপান দুর্নীতির কথাও তুলে ধরেন। এদিনের এই সভা থেকে বেশ কয়েকজন সিপি আই এম কর্মী বিজেপিতে যোগদানও করে।