কৃষক উন্নয়নের কথা বললেন জে পি নাড্ডা

বাদশা সেখ , কাটোয়া:পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃযক নিধি সম্মান চালু করব,, কৃষকদের বাজেট ছয়গুণ বাড়িয়েছে মোদি সরকার। কাটোয়ায় সভা থেকে বললেন জে পি নাড্ডা । তিনি আরো বলেন যে ক্ষমতায় এলে রাজ্যের কৃষকদের উন্নয়ন করা হবে ।

বিজেপির  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই সভা থেকে শপথ বাক্য পাঠ করান সকলকে।