শেখ মিলন, ভাতার : – আজ পূর্ব বর্ধমানের ভাতারে ‘দ্যা সানশাইন অ্যাকাডেমি স্কুল’ এর কৃতি ছাত্রীকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল। ছাত্রীর নাম সম্ভাবি চৌধুরী। বাড়ি ভাতারের কুলচণ্ডা গ্রামে।
গত ২০২০-২১ শিক্ষাবর্ষে স্টান্ডার টু.ক্লাসের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় স্কুলের পক্ষ থেকে কৃতি ছাত্রী সম্ভাবি চৌধুরীকে সম্বর্ধনা দেওয়া হয়। ইউনিকাস অলিম্পিয়াডে ২০২০-২১ শিক্ষাবর্ষে ইংরেজিতে প্রথম স্থান ,অংকে দ্বিতীয় ও জেনারেল নলেজে তৃতীয় স্থান অধিকার করায় ভাতার তথা দ্যা সানসাইন অ্যাকাডেমী স্কুলের সুনাম বৃদ্ধি করেছে। ছাত্রীর বাবা নরেন্দ্রনাথ চৌধুরী জানান, আমার মেয়ে পরীক্ষায় ভালো ফলাফল করার আমরা খুবই গর্বিত। গ্রামাঞ্চলের ‘দ্যা সানশাইন অ্যাকাডেমি স্কুল’ প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার ছাত্রছাত্রীরা উন্নত ধরনের পড়াশোনা করার সুযোগ পাবে এবং নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তুলবে। স্কুলের কর্ণধর কৃষ্ণ বিনোদ যশ জানান,
আমাদের স্কুলে এই ধরনের ফলাফল ভাতার তথা স্কুলের সুনাম বৃদ্ধি করেছে এই ছাত্রী। আমরা এই ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।