শান্তনু রায়, পশ্চিম মেদিনীপুর :- বুধবার সকালে বাড়ির চিলেকোঠা থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী থানার পুলিশ। কেশিয়াড়ী থানার লালুয়া পঞ্চায়েতের শাঁখমারি এলাকার ঘটনা।
প্রেমের জেরে আত্মহত্যা কিনা জানতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম পিন্টু সিং(১৮)। তবে মেয়েটির পরিচয় জানা যায়নি। কিশোরের পরিবার যদিও জানাচ্ছে যে মেয়েটিকে এর আগে তারা দেখেননি।সম্ভবত রাতে কিশোরীটিকে তাদের বাড়িতে এনেছিল পিন্টু সিং। কিশোরের বাবা দুর্গা সিং জানান, কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল তা জানেন না তারা।
পরিবার সূত্রে জানা গেছে, দিল্লিতে থেকে একটি কোম্পানিতে কাজ করত ছেলে। বেশ কয়েকমাস ধরে বাড়িতে আছে। দোতলা মাটির বাড়ির ছাদের একটি ঘরে থাকত সে। বুধবার সকালে ঘরের দরজা না খোলায় জানলা দিয়ে দেখা যায় দুজনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে। কেশিয়াড়ি থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করেছে সকালেই। কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ ও বাড়ির লোক। কেন মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।