কালী প্রতিমার চোখ দিয়ে পড়ছে জল দেখতে উপচে পড়া ভিড় হরিদাসমাটি এলাকায়।

নিউস ডেস্ক,বহরমপুর : – বহরমপুরে হরিদাসমাটি এলাকার একটি পুরাতন কালীমন্দিরে মাতৃ প্রতিমা ডান চোখ দিয়ে জল গড়াতে দেখেন মন্দির কমিটির সদস্যরা। এর আগেও গনেশ দুধ খাওয়া নিয়ে গোটা দেশে হইচই পড়ে গিয়েছিল। মুর্শিদাবাদের বহরমপুর থেকে কয়েক কিলোমিটার দূরে হরিদাসমাটি এলাকায় এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। হিন্দু ধর্মের মানুষেরা ভিড় করছে মন্দির প্রাঙ্গণে।

খবর পেয়ে মুর্শিদাবাদ বিজ্ঞান মঞ্চের সদস্যরা উপস্থিত হন এবং ভালোভাবে পর্যবেক্ষণ করেন। তারা জানান মাটির প্রতিমা পাথরের প্রতিমা থেকে কখনোই এই রকম হতে পারে না , তাদের ধারনা কেউ তুলি বা জল অথবা গ্লিসারিন জাতীয় কিছু তাদের মনে হচ্ছে তবে তারা ধর্মকে সম্মান জানিয়ে বিজ্ঞান কে সামনে রেখে বাসিন্দাদের কিছু কথা বললেন। এর আগে এখানে এই রকম ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।