মলয় দে, নদীয়া :- রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কালিনারায়নপুরে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নদিয়ার তাহেরপুর থানার কালিনারায়ানপুর রেল স্টেশনের কিছু দূরে রেল লাইনের পাশে ঝোপের ভিতর বৃহস্পতিবার সকালে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। পরে তাহেরপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।