কল্যাণী আদালতে আইনজীবীদের প্রতিষেধক টিকাকরন শুরু হলো আজ

কল্যাণী আদালতের আইনজীবীদের ভ্যাকসিনের কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে কল্যাণী জেএনএম হাসপাতালের তত্ত্বাবধানে আদালতের প্রায় ৮০০ আইনজীবীকে এই কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এরমধ্যে ৮০ জন মহিলা আইনজীবীও রয়েছেন। বার এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য জানান, ১৮ থেকে ৪৪ বছর অবধি আইনজীবীদের সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা অবধি ভ্যাকসিনেশনের কাজ চলে। তাঁদের দেওয়া হচ্ছে কো-ভ্যাকসিন। আধঘণ্টা বিরতির পর ২টো থেকে ৪৫ ঊর্ধ্বে আইনজীবীদের কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, উতসবের মেজাজে এই ভ্যাকসিনেশনের কাজ ছলছে। এজন্য তিনি জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
পাশাপাশি ভ্যাকসিন নেওয়া আইনজীবীরা বলেন, নির্ভয়ে এই ভ্যাকসিন নিচ্ছেন সবাই। সূত্রের খবর, আইনজীবীদের ভ্যাকসিনেশন হয়ে গেলে আদালতের অন্যান্য কর্মীদেরও ভ্যাকসিন দেওয়া হবে আগামী দিনে।