নিউস ডেস্ক, কলকাতা :- স্বাস্থসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা দিলে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম জানান, যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান স্বাস্থ্যসাথীর জন্য পৃথক ওয়ার্ড করবে তাঁদের বিল্ডিং নির্মাণে অতিরিক্ত ‘ফ্লোর এরিয়া’ মঞ্জুর করবে কলকাতা পুরসভা। বেসরকারি হাসপাতালগুলিতে যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা পেতে পারেন সেই জন্য নতুন ওয়ার্ড নির্মাণে সাহায্য করবে কলকাতা পুরসভা।
স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্য জুড়ে চালু হওয়ার পর থেকেই বেসরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। যার ফলে চাহিদার তুলনায় কমছে বেডের সংখ্যা। কয়েকদিন আগে কলকাতার ৩২টি বেসরকারি হাসপাতালের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ফিরহাদ। তখন তিনি ‘স্বাস্থ্যসাথী ওয়ার্ড’ তৈরির সুপারিশ করেন। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিলতেই স্বাস্থ্যসাথী ওয়ার্ড নির্মাণে বহুতল হাসপাতালগুলির জন্য বাড়তি ফ্লোর এরিয়া দেওয়ার সিদ্ধান্ত নেন পুরমন্ত্রী। পুরমন্ত্রীর নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া।