মলয় দে নদীয়া:- কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ করোনা পরিস্থিতির মধ্যেই জানিয়েছিলেন, গত ১৭ জানুয়ারি পোলিও টিকাকরণ কর্মসূচি পিছিয়ে ২০ থেকে ২৪ শে সেপ্টেম্বর করার কথা হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু তাও সম্ভব না হওয়ায় অবশেষে আজ ৩১ জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধার্য করা হয়েছে সময়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তায় বাড়ি বাড়ি এই কর্মসূচি পৌঁছানোর ফলে, হাসপাতালে খুব বেশি ভিড় লক্ষ্য করা যায়নি। নদীয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য আজ এই কর্মসূচির শুভ সুচনা করেন, হাসপাতাল সুপারেন্টেন্ড জয়ন্ত বিশ্বাসের উপস্থিতিতে। সদা ব্যস্ত বাস স্টপেজ, রেলওয়ে স্টেশন বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের মাইক প্রচার সহ এই কর্মসূচিতে গুরু দায়িত্ব পালন করতে দেখা যায়।