মলয় দে, নদীয়া :- আজ ২রা জানুয়ারি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। মূলত বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইন গুগল মিটের মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে সকল বিভাগের ছাত্রী, অতিথি শিক্ষক – শিক্ষিকা, উপাচার্য, রেজিস্টার, ফিন্যান্স অফিসার সহ সমস্ত অফিস স্টাফেরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মিতা বন্দ্যোপাধ্যায়ের কথায় “বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছে, যার প্রথম প্রতিষ্ঠা দিবস আজ পালিত হল। এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়ে ছাত্রীরা সকলেই খুশি ও গর্বিত”বলেই জানা গেল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের পক্ষ থেকে।