ওভারলোডিংয়ের দাপট কমাতে, সরব সাংসদ জগন্নাথ সরকার

মলয় দে, নদীয়া, ১৭ ডিসেম্বর :- শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে খোয়া বোঝাই ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ শান্তিপুর জাতীয় সড়কে বিজেপি কর্মী সমর্থক দের নিয়ে প্রতিবাদে নামলো রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার।

প্রায় এক ঘন্টা ধরে চলে এই প্রতিবাদ বিক্ষোভ, পরে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে সাংসদ জগন্নাথ সরকার এর সাথে কথা বলে ও প্রায় বারোটা খোয়া বোঝাই ওভারলোড গাড়ি আটক করে শান্তিপুর থানার পুলিশ। এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, গতকাল রাতেও আমি যখন রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে জনসভা করে নিজের বাড়িতে ফিরছিলাম তখনই শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের বাথনা ব্রীজের উপরে ওভারলোড যানবাহনের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ যানজট হয়ে থাকার কারণে আমি নিজেই গাড়ি থেকে নেমে যানজট স্বাভাবিক করার চেষ্টা করি। কিন্তু প্রশাসনের নাকের ডগায় এই ভাবে দিনের পর দিন অবৈধ ওভারলোড গাড়ির চলাচল অবাধে চলছে, যার কারণে রাস্তায় যানজট তো হচ্ছেই পাশাপাশি রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ছে, তাই আজ এই প্রতিবাদ বিক্ষোভ। আগামী দিনে প্রশাসন যদি এর সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আরো বৃহত্তম প্রতিবাদে আমরা সামিল হবো।